হাতের লোম থেকে আন্ডারআর্মস পরিষ্কার রাখতে 'ওয়াক্সিং' কেন জরুরি?
Wednesday, November 25 2020, 9:11 am
Key Highlights
হাত, পা ও আন্ডার আর্মের অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য রেজার, হেয়ার রিমুভাল ক্রিম ইত্যাদি ব্যবহার করা হলেও ওয়াক্সিং করা উচিত। কারণ ওয়াক্সিং-এর মাধ্যমে লোমকূপ ভালোভাবে পরিষ্কার হয়, নোংরা জমে থাকেনা, ত্বক ময়শ্চারাইজিং হয়। তাছাড়াও মৃত কোষ দূর হওয়া, সান ট্যান তোলা ও দাগছোপ তুলতেও সাহায্য করে। নিয়মিত পরিষ্কার না করলে জন্ম নেয় নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া, যার থেকে হয় দুর্গন্ধ ও ইনফেকশন। পার্লার বা সালোনে গিয়ে ওয়াক্সিং করা ভালো, কারণ তাঁরা সঠিক পদ্ধতি জানে। নিজেকে পরিষ্কার রাখুন, সুন্দর থাকুন।
- Related topics -
- লাইফস্টাইল
- ওয়াক্সিং
- সৌন্দর্য্য