International Poetry Festival Kolkata । কলকাতায় শুরু হলো ৭ম আন্তর্জাতিক কবিতা উৎসব

Sunday, December 1 2024, 4:59 pm
highlightKey Highlights

কলকাতায় শুরু হলো ৭ম আন্তর্জাতিক কবিতা উৎসব। উৎসবে অংশগ্রহণ করছেন ১২টি দেশের কবিরা।


কলকাতায় শুরু হলো ৭ম আন্তর্জাতিক কবিতা উৎসব। উৎসবে অংশগ্রহণ করছেন ১২টি দেশের কবিরা। রয়েছে আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, লিথুয়ানিয়া, স্লোভাকিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ড, কাজাখস্তান, মেক্সিকো, ব্রিটেন, ডমিনিকান রিপাবলিক, ফিলিপিনস এবং ভারত। ৩০ নভেম্বর এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক স্তরের কবিরা তাঁদের নিজস্ব কবিতা পাঠ করেন। ১ ডিসেম্বর অ্যালায়েন্স ফ্রাঁসেসে চেয়ার পোয়েট্রি বুকস থেকে দু'টি নতুন কবিতা যশোধরা রায়চৌধুরীর 'অ্যাঙ্গার' এবং কাজাখস্তানের কবি ইউরি সেরেব্রিয়ানস্কির 'বুদ্ধ' অনুবাদগ্রন্থ প্রকাশিত হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File