T20 World Cup | টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সময় বৃষ্টির সম্ভাবনা ৭৮ শতাংশ! কী হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের?

Saturday, June 29 2024, 10:29 am
highlightKey Highlights

বার্বাডোজে শুক্রবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। যার ফলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি (india vs south africa t20) বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। আবহাওয়াও বিগত কয়েকদিন ধরেই খারাপ বার্বাডোজে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে ম্যাচ। আর সেই ম্যাচ শুরুর কয়েকঘণ্টা আগে মুষলধারে বৃষ্টি বার্বাডোসে। তাহলে এখন প্রশ্ন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (india vs south africa) টি টোয়েন্টি ম্যাচের কী হবে?


বার্বাডোজে শুক্রবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। যার ফলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি (india vs south africa t20) বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। আবহাওয়াও বিগত কয়েকদিন ধরেই খারাপ বার্বাডোজে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে ম্যাচ। আর সেই ম্যাচ শুরুর কয়েকঘণ্টা আগে মুষলধারে বৃষ্টি বার্বাডোসে। তাহলে এখন প্রশ্ন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (india vs south africa) টি টোয়েন্টি ম্যাচের কী হবে?

আজ, বার্বাডোজ়‌ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় রাত ৮টায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (india vs south africa) টি টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার কথা। বার্বাডোজ়‌ে তখন সকাল ১০.৩০ মিনিট। কিন্তু অ্যাকুওয়েদার অনুযায়ী, সকাল ১০টা থেকে বার্বাডোজ়‌ে বৃষ্টির সম্ভাবনা ২৯ শতাংশ। দুপুর ১২টার পর যা বেড়ে হবে ৩৫ শতাংশ। ঘণ্টাখানেকের মধ্যে সেই সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। দুপুর ১টা থেকে ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৭৮ শতাংশ, তাই বৃষ্টি যদি দীর্ঘক্ষণ থাকে এবং আউটফিল্ড ভিজে যায়, তাহলে আজ ম্যাচ শেষ করা কঠিন হতে পারে।

Trending Updates

তাহলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি (india vs south africa t20) ফাইনাল ম্যাচের কী হবে? শনিবার বার্বাডোজ়‌ে যদি বৃষ্টি হয়, তা হলেও চিন্তার কোনও কারণ নেই। ফাইনালের জন্য এক দিন রিজ়ার্ভ ডে রাখা আছে। কোনও কারণে শনিবার পুরোপুরি খেলা না হলে বা অল্প খেলা হলে, তা সম্পূর্ণ করা যাবে রবিবার। তবে দু’দিনই যদি খেলা আয়োজন না করা যায়, সে ক্ষেত্রে দু’দল যুগ্ম ভাবে ট্রফি জিতবে। সেক্ষেত্রে না খেলেও প্রথম বার ক্রিকেট বিশ্বকাপ জেতার সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকার কাছে। তবে ‘টাই’-এর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। সে ক্ষেত্রে সুপার ওভার হবে। যদি প্রথম সুপার ওভার ‘টাই’ হয়, তা হলে দ্বিতীয় বার সুপার ওভার হবে। যত ক্ষণ না ম্যাচের নিষ্পত্তি হচ্ছে, তত ক্ষণ সুপার ওভার চলতেই থাকবে।

প্রসঙ্গত, বিশ্বকাপের ফাইনালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ টিম (t20 world cup 2024 teams) ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে। দুই দলই এখন পর্যন্ত ২৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছে, যার মধ্যে ১৪টি ম্যাচ জিতেছে ভারত এবং ১১টি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। যদিও একটি ম্যাচ অমীমাংসিত ছিল। এর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ফাইনালে প্রবেশ করেনি। এতদিন সেমিফাইনালে গিয়ে ছিটকে যাওয়ার পর তাদের চোকার্স বলা হতো। এবার তারা সেই চোকার্স তকমা সরাতে মরিয়া। এদিকে ট্রফি ঘরে নিয়ে যেতে চায় ভারতও। তবে বিশ্বকাপের ম্যাচে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি!




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File