Open Championship Meet | ৭৩ বছরে অ্যাথলেটিক ওপেন মিটে জোড়া সোনা জয়! দেশকে গর্বিত করলেন বাংলার 'তরুণ' অমল

Friday, January 24 2025, 1:59 pm
highlightKey Highlights

ওপেন চ্যাম্পিয়নশিপ মিটে থেকে দু’টো সোনা এবং একটা করে রুপো ব্রোঞ্জ জিতে ফিরেছেন ৭৩ বছরের এই 'তরুণ'!


৬০ বছর পেরোতেই যেখানে নানান রোগে ভুগছেন অধিকাংশ ব্যক্তি, সেখানে ৭৩ বছর বয়সে খেলার মাঠে দিব্বি দাপিয়ে বেড়াচ্ছেন ডানলপের অমল কুমার বিশ্বাস! জিতেছেন স্বর্ণপদকও! ওপেন চ্যাম্পিয়নশিপ মিটে থেকে দু’টো সোনা এবং একটা করে রুপো ব্রোঞ্জ জিতে ফিরেছেন ৭৩ বছরের এই 'তরুণ'! সাউথ এশিয়া মাস্টার অ্যাথলেটিক ওপেন মিট ৪x১০০ মিটার রিলেতে এবং ৪x৪০০ মিটারে সোনা যেতেন তিনি। অমলবাবু জানান, 'জীবনে ডিসিপ্লিনটাই ফ্যাক্টর। কখনও বিড়ি,সিগারেট , চা ছুঁয়ে দেখিনি।খাবারদাবারও খাই অত্যন্ত মাপ মতো।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File