Nadia | দোলের দিন শোকের ছায়া নদিয়ায়! টোটো-চারচাকার সংঘর্ষে মৃত্যু শিশু সহ ৭ জনের!

Friday, March 14 2025, 10:02 am
highlightKey Highlights

দোলের দিন সকালে নদিয়ার চাপড়ায় টোটো ও চারচাকার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু শিশু সহ ৭ জনের।


রঙ, আনন্দের উৎসবের দিন শোকের ছায়া নদিয়ায়। দোলের দিন সকালে নদিয়ার চাপড়ায় টোটো ও চারচাকার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু শিশু সহ ৭ জনের। তাঁদের মধ্যে অনেককেই ইতিমধ্যেই চাপড়া হসাপাতাল ও বেশ কিছুজনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, নাকাশিপাড়া থেকে টোটোয় চেপে চাপড়ায় ঈদের বাজার করতে এসেছিলেন বেশ কয়েকজন। বাজার করে ফেরার পথেই ঘটে এ ঘটনা। স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File