Deshapriya Park | শঙ্খ বাজিয়ে রেকর্ড গড়লেন ৬৭০ মহিলা! ইন্ডিয়া-সহ এশিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললো দেশপ্রিয় পার্ক!
Monday, September 29 2025, 12:05 pm

একসঙ্গে ৬৭০ জন মহিলা শঙ্খ বাজিয়ে গড়লেন রেকর্ড। যে রেকর্ড জায়গা করে নিল এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে!
প্রতিবারের মতো এবারও দুর্গা পূজায় চমক দেখালো দেশপ্রিয় পার্ক। এবারে পুজোর প্রাক্কালে তারা যোগ করল আরও এক নতুন পালক। একসঙ্গে ৬৭০ জন মহিলা শঙ্খ বাজিয়ে গড়লেন রেকর্ড। যে রেকর্ড জায়গা করে নিল এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে! এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কেয়া শেঠও। তিনি জানান, শঙ্খ বাজানো বাঙালির এক অমূল্য ঐতিহ্য। সেখান থেকেই এই পরিকল্পনার জন্ম। এই পরিকল্পার নাম দেওয়া হয়েছিল, ‘বাজাব শঙ্খ, করব রেকর্ড’। সেই ভাবনা বাস্তবায়িত হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- অন্যান্য
- পুজো ও উৎসব
- দুর্গাপুজো
- রেকর্ড