R G Kar-Durga Puja | আরজি কর ঘটনায় 'জাস্টিসে'র দাবি, ২৫ শতাংশ কমিটিও এবার পুজোর অনুদানের জন্য আবেদন করেনি

Thursday, September 12 2024, 4:09 am
R G Kar-Durga Puja | আরজি কর ঘটনায় 'জাস্টিসে'র দাবি, ২৫ শতাংশ কমিটিও এবার পুজোর অনুদানের জন্য আবেদন করেনি
highlightKey Highlights

দুর্গাপুজোর জন্য ২০২৩ সালে রাজ্য সরকারের থেকে অনুদান পেয়েছিল কলকাতার ২,৭৫৭টি কমিটি। তবে সেগুলির মধ্যে এবার এখনও পর্যন্ত ৬৭০টি কমিটি অনুদানের জন্য আবেদন করেছে।


আরজি কর ঘটনার পর থেকে উত্তপ্ত গোটা বাংলা। অনেকেই প্রতিবাদে ফিরিয়ে দিয়েছে দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের দেওয়া অনুদান। তথ্য অনুযায়ী, দুর্গাপুজোর জন্য ২০২৩ সালে রাজ্য সরকারের থেকে অনুদান পেয়েছিল কলকাতার ২,৭৫৭টি কমিটি। তবে সেগুলির মধ্যে এবার এখনও পর্যন্ত ৬৭০টি কমিটি অনুদানের জন্য আবেদন করেছে বলে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।  প্রতিবেদন অনুযায়ী, গতবার যে পুজো কমিটিগুলি রাজ্যের থেকে অনুদান পেয়েছিল, সেগুলির মধ্যে ২৫ শতাংশ কমিটিও এবার পুজোর অনুদানের জন্য আবেদন করেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File