Mukesh Khanna | শক্তিমান না ‘পেটুম্যান’! শক্তিমানের প্রত্যাবর্তনের বার্তা দিতেই ট্রলের শিকার ৬৬ বছরের প্রবীণ অভিনেতা মুকেশ খান্না

Tuesday, November 12 2024, 10:24 am
Mukesh Khanna | শক্তিমান না ‘পেটুম্যান’! শক্তিমানের প্রত্যাবর্তনের বার্তা দিতেই ট্রলের শিকার ৬৬ বছরের প্রবীণ অভিনেতা মুকেশ খান্না
highlightKey Highlights

সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টার শেয়ার করে শক্তিমানের প্রত্যাবর্তনের এক ঝলক ভাগ করে নেন প্রবীণ অভিনেতা মুকেশ খান্না।


নতুন করে আসতে চলেছে শক্তিমান? সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টার শেয়ার করে শক্তিমানের প্রত্যাবর্তনের এক ঝলক ভাগ করে নেন প্রবীণ অভিনেতা মুকেশ খান্না। টিজার ভিডিয়োটি প্রকাশ করেন অভিনেতা। কিন্তু শক্তিমানের প্রত্যাবর্তনের ভিডিও পোস্ট হতেই নেটিজনদের 'ট্রলে'র শিকার  হন ৬৬ বছরের মুকেশ খান্না। কেউ লেখেন, ‘এখন পেটুম্যান’ লাগছে। কেউ লেখেন, ‘আরে নতুন প্রজন্ম এরকম দাদু শক্তিমান দেখবে না’। আবার অনেকেরই মন্তব্য, ‘দয়া করে শক্তিমানটাক খারাপ করবেন না। ওটা সুন্দর স্মৃতি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File