গুলিবর্ষণ স্পা-তে, হত ৬ এশীয় বংশোদ্ভূত মহিলা ও আরও ২ জন
Thursday, March 18 2021, 4:13 am
Key Highlightsএক বন্দুকবাজের হামলায় তিনটি স্পা-তে নিহত হলেন আট জন। তাঁদের মধ্যে ছ’জন এশীয় বংশোদ্ভূত মহিলা। জর্জিয়া প্রদেশের রাজধানী আটলান্টায় মঙ্গলবার সন্ধের ঘটনা। প্রাথমিক তদন্ত চালিয়ে পুলিশের ধারণা হয়, হামলাগুলি চালিয়েছে এক জনই। রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাস্থল থেকে ২৪০ কিলোমিটার দূরে, দক্ষিণ জর্জিয়ার চেরাকি কাউন্টির উডস্টকে গ্রেফতার করা হয় ২১ বছর বয়সি রবার্ট অ্যারন লংকে। হামলার কারণ এখনও স্পষ্ট না-হলেও গোয়েন্দাদের অনুমান, এটি পুরোদস্তুর বর্ণবিদ্বেষমূলক ঘটনা। কাল থেকেই নিউ ইয়র্ক ও নিউ জার্সির এশীয়-অধ্যুষিত এলাকায় পুলিশের সংখ্যা বাড়িয়ে দিয়েছে সেখানকার প্রশাসন। আমেরিকার অন্যান্য প্রদেশেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।