HMPV | কলকাতায় HMPV আক্রান্ত ৫ মাসের শিশু! ভর্তি করা হয় PICUতে! তবে দিন কয়েকের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফেরে সে
গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে মাত্র পাঁচ মাসের এক শিশুর শরীরে ধরা পড়েছিল এই সংক্রমণ।
এবার HMPV আক্রান্ত খোদ কলকাতাতেই। তবে এখন নয়, গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে মাত্র পাঁচ মাসের এক শিশুর শরীরে ধরা পড়েছিল এই সংক্রমণ। ওই শিশু বাবা মায়ের সঙ্গে মুম্বই থেকে কলকাতায় এসেছিল। এরপর থেকেই ধুম জ্বর হয় শিশুটির। সঙ্গে বমি, শ্বাসকষ্টের মতো আরও নানা উপসর্গ ছিল। এরপর পরীক্ষা করলে শিশুটির HMPV টেস্ট পজ়িটিভ আসে। তীব্র শ্বাসকষ্টের কারণে শিশুটিকে ভর্তি করা হয় PICUতে। দেওয়া হয় ব্রিদিং সাপোর্ট । হাই ফ্লো নেজ়াল ক্যানুলার মতো চিকিৎসা। তবে কিছুদিন পরেই সুস্থ হয়ে বাড়ি ফেরে শিশুটি।
- Related topics -
- দেশ
- ভারত
- শহর কলকাতা
- স্বাস্থ্য
- লাইফস্টাইল
- ভাইরাস
- শিশু
- এইচএমপিভি