২৬/১১-র মূলচক্রী "নিখোঁজ" সাজিদকে ধরতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ লক্ষ ডলার পুরস্কার মূল্যের ঘোষণা!
Saturday, November 28 2020, 9:24 am

"২৬/১১" ঘটনার বারো বছর কেটে যাওয়ার পর মূল মাথা সাজিদ মিরকে ধরার জন্য এবার মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ লক্ষ ডলার পুরস্কার মূল্যের ঘোষণা করল। শুধু মুম্বই হামলা নয়, আমেরিকা, আস্ট্রেলিয়া, ফ্রান্স, ডেনমার্ক এবং ব্রিটেনে একাধিক হামলার পিছনে সাজিদ আছে বলে ধারণা মার্কিন গোয়েন্দা বিভাগের। আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই-এর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় এখন সাজিদ ওরফে ‘আঙ্কল বিল’, তাঁদের ধারণা সে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর অফিসার এবং পাকিস্তানেই গা ঢাকা দিয়ে রয়েছে। শুধুমাত্র একটি ফটো ছাড়া তার কোনো তথ্যই নিয়েই কোনো গোয়েন্দা বিভাগের কাছে। তাই এমন ঘোষণা করল আমেরিকার ‘রিওয়ার্ড ফর জাস্টিস প্রোগ্রাম’ ।
- Related topics -
- আন্তর্জাতিক
- ২৬/১১ মুম্বাই হামলা
- মার্কিন যুক্তরাষ্ট্র
- এফবিআই
- রিওয়ার্ড ফর জাস্টিস প্রোগ্রাম