রাজ্য

local Train | টানা আড়াই দিন বাতিল রানাঘাট-কৃষ্ণনগর শাখার ৪৬টি ট্রেন, একনজরে দেখে নিন লিস্ট

local Train | টানা আড়াই দিন বাতিল রানাঘাট-কৃষ্ণনগর শাখার ৪৬টি ট্রেন, একনজরে দেখে নিন লিস্ট
Key Highlights

টানা আড়াই দিন বাতিল বহু লোকাল ট্রেন। যার জেরে বিপাকে পড়তে চলেছেন রানাঘাট-কৃষ্ণনগর শাখায় নিত্যযাত্রীরা।

শুক্রবার সকাল দশটা থেকে রবিবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত রানাঘাট কৃষ্ণনগর শাখার কালীনারায়ণপুর থেকে শান্তিপুর ইয়ার্ড রিমডেলিং এবং নন ইন্টার লকিংয়ের কাজ চলবে। এর জেরে রানাঘাট থেকে কৃষ্ণনগর শাখায় ৪৬টি ট্রেন বাতিল হতে চলেছে। শুক্রবারের তিন জোড়া শান্তিপুর লোকাল। শনিবার সাত জোড়া শিয়ালদহ শান্তিপুর, দু’জোড়া রানাঘাট শান্তিপুর, দু’জোড়া রানাঘাট কৃষ্ণনগর লোকাল ও একজোড়া শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল বাতিল হবে। রবিবার চারজোড়া শিয়ালদহ শান্তিপুর, দুজোড়া রানাঘাট শান্তিপুর, দু’জোড়া রানাঘাট কৃষ্ণনগর বাতিল থাকবে।