Land Development Tax । বাংলাদেশে বদলে গেল ৪৪০ বছরের পুরোনো মুঘল প্রথা! অর্থবছর অনুযায়ী আদায় হবে কর!
চলতি মাস থেকে আর ভূমি উন্নয়ন কর আদায় করা হবে না পয়লা বৈশাখ থেকে ৩০ চৈত্রের মধ্যে।
বাংলাদেশে বদলে গেল ৪৪০ বছরের পুরোনো মুঘল প্রথা! চলতি মাস থেকে আর ভূমি উন্নয়ন কর আদায় করা হবে না পয়লা বৈশাখ থেকে ৩০ চৈত্রের মধ্যে। এবার থেকে অর্থবছরের সঙ্গে সঙ্গতি রেখে অর্থাৎ পয়লা জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত কর আদায়ের প্রথা কার্যকর করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে,আর্থিক কাঠামোর সাথে সঙ্গতি রেখে হিসাব ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্যে অর্থবছর অনুযায়ী ভূমি কর আদায়ের উদ্দেশ্যেই শতশত বছরের পুরোনো এ রীতি পরিবর্তন করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- ট্যাক্স
- অর্থনীতি
- অর্থনৈতিক