POK | পাক অধিকৃত কাশ্মীর তথা POKতে খতম ৪ জঙ্গি! সংঘর্ষে নিহত দুই পুলিশ কর্মীও!
Thursday, May 29 2025, 8:53 am
Key Highlightsগত বুধবার পুলিশ ফের হুসেন কোটের জঙ্গলে অভিযান চালায়। আর এই অভিযানে খতম হয় ৪ জঙ্গি। সংঘর্ষে দুই পুলিশ কর্মীও নিহত বিল:ন বলেও জানা গিয়েছে।
পাকিস্তান পুলিশের দাবি, গত ১০ এপ্রিল মুইজ নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের চক ধামনি গ্রাম থেকে। তাকে জেরার সময়ে জারনশ বলে একজনের নাম জানায় মুইজ। সে জানায়, ৯ এপ্রিল জারনশ অস্ত্র সরবরাহ করেছিল। সে বাগ জেলার বাসিন্দা বলে জানতে পারে পুলিশ। সেইমতো ১১ এপ্রিল অভিযান চালায় পুলিশ। কিন্তু সেই অভিযানে ব্যর্থ হয় পুলিশ। এরপর গত বুধবার পুলিশ ফের হুসেন কোটের জঙ্গলে অভিযান চালায়। আর এই অভিযানে খতম হয় ৪ জঙ্গি। সংঘর্ষে দুই পুলিশ কর্মীও নিহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- জঙ্গি
- পাক জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী
- কাশ্মীর

