মার্কিন মুলুকে ঝরল ভারতীয় রক্ত, আমেরিকায় বন্দুকবাজের হামলায় মৃত্যু চার শিখ সহ আট ভারতীয় বংশোদ্ভূত
Saturday, April 17 2021, 10:12 am
Key Highlightsশুক্রবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসের হামলা চালায় বন্দুকবাজ। ঘটনায় প্রাণ হারান চারজন শিখ সহ মোট আটজন। এদিন এলোপাথাড়ি গুলি চালায় এক বন্দুকবাজ। আহত হন বহু মানুষ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ভারতীয় পরিবারগুলিকে সব রকম সাহায্য করবে সরকার। সূত্রের খবর, শুক্রবার ভোররাতে ইন্ডিয়ানাপলিসে ফেডেক্সের ক্যুরিয়ার সার্ভিসের কার্যালয়ে আচমকা হামলা চালায় এক বন্দুকবাজ। সেই সময় সেখানে কাজ করছিলেন ১৬০ জনেরও বেশি সাধারণ মানুষ। আচমকা এই হামলায় হুড়হুড়ি পড়ে যায়। গুলি লেগে মৃত্যু হয়েছে চার জন শিখের। তাঁরা হলেন, অমরজিৎ কৌর জোহাল, জসবিন্দর কৌর, জসবিন্দর সিং এবং অমরজিৎ শেখ।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- গুলি বর্ষণ
- হত্যা
- মার্কিন যুক্তরাষ্ট্র

