Primary Teacher | প্রাইমারি স্কুলে ফিরতে চেয়ে আবেদন চাকরিহারাদের, তোড়জোড় প্রশাসনিক মহলে

ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার ৩৮ জন শিক্ষক-শিক্ষিকা তাঁদের পুরনো কর্মক্ষেত্র অর্থাৎ প্রাইমারি স্কুলে ফিরতে চেয়ে আবেদন করেছিলেন।
শিক্ষকদের পুরো প্যানেল বাতিলের জেরে নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে চাকরিপ্রাথীদের। এই অবস্থায় ফের পুরনো কর্মক্ষেত্র অর্থাৎ প্রাইমারি স্কুলে ফিরতে চেয়ে আবেদন করেন মেদিনীপুর জেলার ৩৮ জন শিক্ষক-শিক্ষিকা। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি হাবিবুর রহমান জানিয়েছেন, কোর্টের নির্দেশে যেসব যোগ্য শিক্ষক প্রাইমারী স্কুলেই শিক্ষকতা করতেন তারা ফের প্রাইমারিতে ফেরার জন্যে আবেদন করেছিলেন। এই ৩৮ জনকে পুনর্নিয়োগে সহমত হয়েছেন রাজ্য স্কুল শিক্ষা দফতর। তাঁদের বহাল করতে তোড়জোড় শুরু হয়েছে প্রাশাসনিক মহলে।