Lightning । উত্তরপ্রদেশে বজ্রপাতে একদিনে মৃত্যু ৩৭ জনের! জারি বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা!

Thursday, July 11 2024, 12:26 pm
Lightning । উত্তরপ্রদেশে বজ্রপাতে একদিনে মৃত্যু ৩৭ জনের! জারি বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা!
highlightKey Highlights

উত্তরপ্রদেশেএকদিনে বজ্রপাতে ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাজ পড়ে শুধু প্রতাপগড় জেলায় মৃত্যু হয়েছে ১১ জনের।


উত্তরপ্রদেশে একদিনে বজ্রপাতে ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাজ পড়ে শুধু প্রতাপগড় জেলায় মৃত্যু হয়েছে ১১ জনের। এছাড়াও সুলতানপুরে ৭, চন্দৌলিতে ৬, মৈনপুরীতে ৫ এবং প্রয়াগরাজে ৪ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। পাশাপাশি বিভিন্ন জেলায় ১২ জন আহত হয়েছেন। উল্লেখ্য, মৌসম ভবন জানিয়েছে, রাজ্যে এখনও দুর্যোগ চলবে কিছুদিন। অধিকাংশ জেলায় আগামী দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। বজ্রগর্ভ মেঘের কারণে বজ্রপাতের পূর্বাভাসও রয়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File