Indian Navy | ১০ বছরে ভারতের নৌবাহিনীতে নিযুক্ত ৩৩টি জাহাজ এবং ৭টি সাবমেরিন! কতটা এগিয়ে চিনের নৌসেনা?

Friday, January 17 2025, 5:49 am
highlightKey Highlights

প্রধানমন্ত্রী জানান, গত ১০ বছরে ভারতের নৌবাহিনীতে ৩৩টি জাহাজ এবং ৭টি সাবমেরিন নিযুক্ত হয়েছে।


১৫জানুয়ারি পালন হয়েছে ভারতের ৭৭তম সেনা দিবস। ওই দিন INS সুরাট, INS নীলগিরি, INS বাঘশীরকে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী জানান, গত ১০ বছরে ভারতের নৌবাহিনীতে ৩৩টি জাহাজ এবং ৭টি সাবমেরিন নিযুক্ত হয়েছে। সেই তুলনায় চিনের নৌসেনায় রয়েছে কটি যুদ্ধ জাহাজ? তথ্য বলছে চিন তাদের বাহিনীতে জুড়েছে ১৪৮টি রণতরী অন্যদিকে, চিনের সাহায্য নিয়ে নৌ সেনা শক্তিশালী করছে পাকিস্তান। জানা গিয়েছে, তারা তাদের নৌবাহিনীতে মোট ৫০টি জাহাজ রাখতে চাইছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File