শহর কলকাতা

Alipore Zoo | আলিপুর চিড়িয়াখানা থেকে উধাও ৩২১ প্রাণী! হাইকোর্টে দায়ের হলো মামলা!

Alipore Zoo | আলিপুর চিড়িয়াখানা থেকে উধাও ৩২১ প্রাণী! হাইকোর্টে দায়ের হলো মামলা!
Key Highlights

অভিযোগ, আলিপুর চিড়িয়াখানায় নথিভুক্ত প্রাণীর সংখ্যা হঠাৎ করে ৬৭২ থেকে নেমে এসে দাঁড়িয়েছে মাত্র ৩৫১তে।

কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে উধাও কয়েকশো প্রাণী! এই নিয়ে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, আলিপুর চিড়িয়াখানায় নথিভুক্ত প্রাণীর সংখ্যা হঠাৎ করে ৬৭২ থেকে নেমে এসে দাঁড়িয়েছে মাত্র ৩৫১তে। উধাও ৩২১টি প্রাণী। এই নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের দাবি, গত ৩০ বছর ধরে আলিপুর চিড়িয়াখানায় গোপন গরমিল চলেছে। এদিকে এই ঘটনায় যুক্ত হয়েছে কেন্দ্রও। জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানায় পরিদর্শনে আসছে সেন্ট্রাল জু অথরিটির প্রতিনিধি দল।