Bengaluru Muder | বেঙ্গালুরুতে শ্রদ্ধা কাণ্ডের ছায়া! ফ্রিজ থেকে উদ্ধার ২৬ বছরের যুবতীর ৩০ টুকরো দেহাংশ
Saturday, September 21 2024, 4:08 pm

ভ্যালিকাভাল থানার ভিরান্না ভাবনা এলাকার যে ঘরে তিনি ভাড়া থাকতেন, সেখানেই থাকা উদ্ধার হয়েছে দেহাংশ।
দিল্লির পর বেঙ্গালুরুতে শ্রদ্ধা কাণ্ডের ছায়া। ১৬৫ লিটার ফ্রিজ থেকে উদ্ধার ২৬ বছরের যুবতীর দেহের ৩০ টুকরো। ভ্যালিকাভাল থানার ভিরান্না ভাবনা এলাকার যে ঘরে তিনি ভাড়া থাকতেন, সেখানেই থাকা উদ্ধার হয়েছে দেহাংশ। মৃত যুবতীর নাম মহালক্ষ্মী। তিনি বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করতেন। টুকরো করা দেহাংশে পোকাধরা পচন শুরু হয়ে গিয়েছিল। এ মাসের শুরুর দিকে ওই যুবতীকে খুন করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। যুবতী বিবাহিত হলেও স্বামীর সঙ্গে থাকতেন না বলে খবর।
- Related topics -
- দেশ
- ভারত
- ক্রাইম
- খুন
- বেঙ্গালুরু