আয়ুর্বেদিকে ভুল চিকিৎসায় ৩ বছরের শিশুর মৃত্যু, জেরায় আত্মসমর্পণ করেছে ভুয়ো ডাক্তার
Thursday, January 14 2021, 3:00 pm
Key Highlights
নরেন্দ্রপুরে ভুল আয়ুর্বেদিক চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ। কাঠগড়ায় আয়ুর্বেদিক চিকিত্সক। ভুয়ো ডাক্তারের চিকিৎসায় মৃত্যু সাড়ে তিন বছরের এক শিশুর। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয় এলাকা। ভাঙচুর চালানো হয় ফার্মেসী। খবর পেয়ে ঘটনাস্থল খুড়িগাছি থেকে অলোক কুমার মন্ডল নামে এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিস। জেরায় ভুল চিকিৎসার কথা শিকার ধৃতের। সোনারপুর ব্লকের কামরাবাদ পঞ্চায়েত এলাকার গঙ্গাজোয়ারা ক্ষুদিরামপল্লীর বাসিন্দা সাড়ে তিন বছরের রাবীজিৎ পুরকাইত। শরীর খারাপ হওয়ায় মায়ের হাত ধরেই পায়ে হেঁটে ডাক্তার খানায় আসে সে। আসার সঙ্গে সঙ্গেই তাকে স্যালাইন ও একাধিক ইনজেকশন দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।
- Related topics -
- রাজ্য
- শিশুমৃত্যু
- গ্রেফতার
- নরেন্দ্রপুর