Floating Tourism | অবসর নেওয়া তিনটি লঞ্চ রূপান্তরিত হবে বিনোদন কেন্দ্রে, পরিকল্পনা SMP কলকাতার!

Friday, May 16 2025, 5:15 am
highlightKey Highlights

অবসর নেওয়া তিনটি লঞ্চকে ভাসমান পর্যটন, সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্রে রূপান্তরিত করার পরিকল্পনা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (SMP), কলকাতা কর্তৃপক্ষর।


অবসর নেওয়া তিনটি লঞ্চকে ভাসমান পর্যটন, সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্রে রূপান্তরিত করার পরিকল্পনা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (SMP), কলকাতা কর্তৃপক্ষর। পিএল রূপসা, পিএল হুগলি ও পিএল গোপাল নামের ওই তিনটি পাইলট লঞ্চকে নতুন করে সাজিয়ে অন্য কাজে ব্যবহার করার জন্য শীঘ্র ইচ্ছাপত্র আহ্বান করবে SMP কলকাতা। বন্দর কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ওই তিনটি লঞ্চের মেরামতি ও রেট্রোফিটিং কাজের জন্য তাঁরা নিখরচায় বার্থিংয়ের সুবিধা দেবেন। যাত্রী ও কর্মীদের ওঠানামার জন্য বিনামূল্যে জেটি ব্যবহার করার সুযোগও দেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File