BR Gavai | 'সাংবিধানিক প্রতিষ্ঠানকে একে ওপরের শ্রদ্ধা করতে হবে' -তির্ষক মন্তব্য করলেন প্রধান বিচারপতি!

Sunday, May 18 2025, 4:19 pm
highlightKey Highlights

মহারাষ্ট্রে একটি সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়ে কার্যনির্বাহী বিভাগের প্রতি উষ্মা প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই।


সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিয়েছেন ভারতের দ্বিতীয় দলিত বিচারপতি বিআর গাভাই। রবিবার মহারাষ্ট্রে একটি সম্মাননা অনুষ্ঠানে যোগদান করেছিলেন তিনি। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মহারাষ্ট্রের মুখ্য সচিব, পুলিশ মহাপরিচালক, পুলিশ কমিশনার। এই প্রেক্ষিতে ভাষণে তিনি বলেন," মহারাষ্ট্রের একজন ব্যক্তি ভারতের প্রধান বিচারপতি হয়েছেন এবং প্রথমবার মহারাষ্ট্র সফরে এসেছেন, অথচ মহারাষ্ট্রের মুখ্যসচিব, পুলিশ মহাপরিচালক বা মুম্বই পুলিশ কমিশনার উপস্থিত থাকার প্রয়োজন মনে করেননি, এই বিষয়টি নিয়ে ভাবতে হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File