Kolkata Metro | সর্বনিম্ন ভাড়া ৫, সর্বাধিক ৭০! ২২ আগস্ট কলকাতা বিমানবন্দর-সহ তিনটি মেট্রো প্রকল্পর উদ্বোধন!

আগামী ২২ আগস্ট কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী ২২ আগস্ট কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো রুট, রুবি থেকে বেলেঘাটা এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদহ হয়ে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো রুট। উল্লেখ্য, এশিয়ার অন্যতম সর্ববৃহৎ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন হতে চলেছে কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন। মেট্রো সূত্রে খবর, কলকাতা বিমানবন্দর মেট্রো রুটে সর্বনিম্ন ভাড়া হতে চলেছে ৫ টাকা এবং সর্বাধিক ভাড়া হবে ৭০ টাকা।