Nigeria | ২৫ শিশুকে মৃত্যুদণ্ড দিতে পারে নাইজিরিয়া! কেন এমন সিদ্ধান্ত 'দরিদ্র' দেশের?
কয়েক সপ্তাহ ধরেই জীবনযাত্রার আকাশোছোঁয়া খরচ নিয়ে বিক্ষোভ আন্দোলনে উত্তাল নাইজিরিয়া।
২৫ শিশুর মৃত্যুদণ্ড! এমনই ঘটনা ঘটতে পারে নাইজিরিয়ায়। কিন্তু কেন? কয়েক সপ্তাহ ধরেই জীবনযাত্রার আকাশোছোঁয়া খরচ নিয়ে বিক্ষোভ আন্দোলনে উত্তাল নাইজিরিয়া। অগস্ট মাসে কর্মসংস্থানের সুযোগ চেয়ে পথে নামা যুবকদের মধ্যে অন্তত ২০ জনকে প্রকাশ্যে গুলিও করে হত্যা করা হয়। সেই বিক্ষোভে সামিল হওয়ার 'শাস্তি' দিতেই মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। জানা গিয়েছে, মোট ৭৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সম্পত্তি ধ্বংস এবং সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছে ১৪ থেকে ১৭ বছর বয়সি নাবালকরাও।
- Related topics -
- আন্তর্জাতিক
- নাইজেরিয়া
- মৃত্যুদণ্ড
- মৃত্যু