নিষিদ্ধ পল্লীর বাড়ি বাড়ি গিয়ে বাউল গানের মাধ্যমে অভিনব প্রচার শুরু দুয়ারে সরকারের
Thursday, September 2 2021, 4:12 pm
Key Highlightsদুয়ারে সরকারের অভিনব প্রচার শুরু। দুয়ারে সরকারের প্রচার এবার শুরু হল লোকশিল্পীদের নিয়ে বাউল গানের মাধ্যমে। এমনকি ডায়মন্ড হারবার টাউন যুব তৃণমূল কংগ্রেস এরূপ অভিনব প্রচার শুরু করলো নিষিদ্ধ পল্লীর বাড়ি বাড়ি গিয়েও। এই অভিনব কায়দায় প্রচার শুরু হয় বৃহস্পতিবার থেকেই। জানা গিয়েছে মূলত টাউন যুব তৃণমূল কংগ্রেসের যুগ্ম কনভেনার সৌমেন তরফদারের উদ্যোগে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে।
- Related topics -
- রাজ্য
- দুয়ারে সরকার
- ডায়মন্ড হারবার
- তৃণমূল কংগ্রেস

