Telangana । মিড ডে মিল খেয়ে গুরুতর অসুস্থ ২২ ছাত্রী, চাঞ্চল্য ছড়ালো তেলেঙ্গানায়
Wednesday, November 27 2024, 8:52 am
Key Highlightsআবারও মিড ডে মিল খেয়ে গুরুতর অসুস্থ একাধিক ছাত্রী। মঙ্গলবার দুপুরে তেলেঙ্গানার মাগানুরের জেলা পরিষদ হাই স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে ২২ জন ছাত্রী।
এক সপ্তাহে দুবার। তেলেঙ্গানার নারায়ণপেট জেলার এক সরকারি স্কুলে মিড্ ডে মিল খেয়ে গুরুতর অসুস্থ হলো ২২ জন ছাত্রী। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে মাগানুরের জেলা পরিষদ হাই স্কুলে মিড ডে মিল খেয়েছিল মোট ৪০০ পড়ুয়া। হঠাৎ কয়েকজন ছাত্রীর ঘনঘন বমি, পেটে ব্যথার মতো উপসর্গ শুরু হলে তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, মিড ডে মিল খাওয়ার পর কেক চানাচুরও কিনে খেয়েছিলো ছাত্রীরা। ছাত্রীদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
- Related topics -
- দেশ
- মিড ডে মিল
- অসুস্থ
- ছাত্রছাত্রী
- তেলেঙ্গানা
- সরকারি স্কুল
- ভারত
- স্কুল

