Local Train Cancel | ফের রেলে ভোগান্তি! আগামী ১৯ দিন বাতিল ২১২টি লোকাল ও ২৭টি এক্সপ্রেস ট্রেন!

Wednesday, April 30 2025, 10:09 am
highlightKey Highlights

সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ ও নন ইন্টারলকিং কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়া খড়্গপুর ডিভিশনে ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত আগামী ১৯ দিন প্রায় ২১২টি লোকাল ও ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে।


ফের ভোগান্তির শিকার হতে চলেছেন রেলের নিত্যযাত্রীরা। আগামী ১৯ দিন বাতিল প্রায় ২১২টি লোকাল ও ২৭টি এক্সপ্রেস ট্রেন! রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ ও নন ইন্টারলকিং কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়া খড়্গপুর ডিভিশনে ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত আগামী ১৯ দিন প্রায় ২১২টি লোকাল ও ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। সবচেয়ে বেশি ট্রেন বাতিল হবে ১৭ মে। পাশাপাশি ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন ও ২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File