Hajj | ২০২৫ সালের নয়া হজ নীতি প্রকাশ করলো কেন্দ্র! সরকারি কোটা কমে ৭০ শতাংশ, বেসরকারি খাতে বাড়লো ৩০ শতাংশ
Wednesday, August 7 2024, 9:53 am
Key Highlights
প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ হজ যাত্রায় যান। এই হজ যাত্রার বেশিরভাগটাই আয়োজন করে সরকার।
২০২৫ সালের নয়া হজ নীতি প্রকাশ করলো কেন্দ্রীয় সরকার। সরকারি কোটা ৮০ শতাংশ থেকে কমিয়ে করা হল ৭০ শতাংশ। বেসরকারি সংস্থাগুলির জন্য ১০ শতাংশ বেড়ে হল ৩০ শতাংশ। অর্থাৎ ৩০ শতাংশ বেসরকারি ট্যুর অপারেটর বা HGO দ্বারা সম্পন্ন হবে। পাশাপাশি কোনও হজযাত্রীর বয়স যদি ৬৫ বছরের অধিক হয় সেক্ষেত্রে তাঁর সঙ্গে আরও একজনকে যেতে হবে। প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ হজ যাত্রায় যান। এই হজ যাত্রার বেশিরভাগটাই আয়োজন করে সরকার।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- সৌদি আরব