T20 World cup 2026 | T20 বিশ্বকাপের জন্যে চূড়ান্ত হয়েছে ২০ টি দল, ২০২৬এ ভারতে খেলতে আসবেন কারা কারা?

Friday, October 17 2025, 5:02 am
T20 World cup 2026 | T20 বিশ্বকাপের জন্যে চূড়ান্ত হয়েছে ২০ টি দল, ২০২৬এ ভারতে খেলতে আসবেন কারা কারা?
highlightKey Highlights

যোগ্যতা অর্জন পর্ব শেষে চূড়ান্ত হয়ে গিয়েছে অংশগ্রহণকারী ২০টি দল। তবে এখনও জানা যায়নি কবে থেকে টি-২০ বিশ্বকাপ শুরু হবে।


টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব শেষে চূড়ান্ত হয়ে গিয়েছে অংশগ্রহণকারী ২০টি দল। চূড়ান্ত ২০ দল: ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইটালি, নামিবিয়া, জিম্বাবোয়ে, ওমান, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহি। দলগুলোকে ৪ গ্রুপে ভাগ করে খেলানো হবে। প্রত্যেক গ্রুপের সেরা ২ যাবে সুপার এইট পর্বে। সুপার এইটের ৪ দলকে ২টি গ্রুপে ভাগ করে সেমিফাইনাল খেলানো হবে। ভারতের মাটিতে বসবে বিশ্বকাপের আসর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File