দেশ

Kedarnath Landslide | ফের সেই কেদারনাথ, এবার ভূমিধসে মৃত্যু ২ তীর্থযাত্রীর! আহত আরও ২!

Kedarnath Landslide | ফের সেই কেদারনাথ, এবার ভূমিধসে মৃত্যু ২ তীর্থযাত্রীর! আহত আরও ২!
Key Highlights

আবারও খবরের শিরোনামে কেদারনাথ। ভূমিধসের কারণে মৃত্যু হলো দুই তীর্থযাত্রীর।

আবারও খবরের শিরোনামে কেদারনাথ। ভূমিধসের কারণে মৃত্যু হলো দুই তীর্থযাত্রীর। গুরুতর আহত আরও দুই। জানা গিয়েছে, গত রবিবারই কেদারনাথ যাত্রার সময়ে রুদ্রপ্রয়াগ জেলার জঙ্গলচট্টি এলাকার কাছে ধস নামে। তখন প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হয় এক তীর্থযাত্রীর। এরপর ফের বুধবার সকালে জঙ্গলচট্টি এলাকাতে পাহাড় থেকে বড় বোল্ডার নেমে আহত হন একাধিক তীর্থ যাত্রী। পরে মৃত্যু হয় ২ জনের। ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে নাম পুলিশ এবং ডিডিআরএফ কর্মীরা।