Bangladesh MP Murder | ধৃত বাংলাদেশ সাংসদ খুনের সঙ্গে জড়িত ২ ব্যক্তি! নাম ও ধর্ম ভাঁড়িয়ে লুকিয়ে ছিল দুর্গম পাহাড়ে কালী মন্দিরে!
Friday, June 28 2024, 7:24 am

গ্রেফতার হল বাংলাদেশের সাংসদ আনোয়ারউল আজিম আনার খুনে প্রত্যক্ষভাবে জড়িত ২ ব্যক্তি।
গ্রেফতার হল বাংলাদেশের সাংসদ আনোয়ারউল আজিম আনার খুনে প্রত্যক্ষভাবে জড়িত ২ ব্যক্তি। সূত্রের খবর, ধৃত ফয়জল ও মুস্তাফিজ নিজেদের হিন্দু পরিচয় দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের পাতাল কালী মন্দিরে লুকিয়ে ছিল। হেলিকপ্টারে করে সেখানে অভিযান চালায় ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। এরপর তাদের গ্রেফতার করে হেলিকপ্টারে করেই তাদের ঢাকা নিয়ে আসেন গোয়েন্দারা। ঢাকা গোয়েন্দা পুলিশের প্রধান জানান, ধৃত ফয়জল ও মুস্তাফিজ নিউ টাউনে সঞ্জীব গার্ডেনে বাংলাদেশি সাংসদ আনোয়ারউল আজিম খুনের সময় সেখানে উপস্থিত ছিল।
- Related topics -
- বাংলাদেশ
- সংসদ সদস্য
- সংসদ
- খুন
- ক্রাইম