আর জি কর কান্ড

R G Kar | আরজিকরের ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন আরজিকরেরই ২ মহিলা পিজিটি, এবার তাদের তলব করলো সিবিআই

R G Kar | আরজিকরের ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন আরজিকরেরই ২ মহিলা পিজিটি, এবার তাদের তলব করলো সিবিআই
Key Highlights

'তিলোত্তমা' ধর্ষণ ও খুন কাণ্ডে এবার তলব করা হল আরজিকরেরই ২ পিজিটিকে।

'তিলোত্তমা' ধর্ষণ ও খুন কাণ্ডে এবার তলব করা হল আরজিকরেরই ২ পিজিটিকে। সিবিআই সূত্রে খবর, ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন এই দুই মহিলা পিজিটি। কেন তাঁরা ঘটনার পর থেকে কার্যত দু’মাস বেপাত্তা ছিলেন, সেই তথ্যই জানতে চান তদন্তকারীরা। আরজিকর সূত্রে জানা যাচ্ছে, ওই দুজনের মধ্যে একজন মহিলা পিজিটির সঙ্গে তিলোত্তমার ঝগড়া হয়েছিল।ঝগড়া এমন পর্যায়ে পৌঁছয়, ওই মহিলা পিজিটি বলেছিলেন, তিনি চেস্ট মেডিসিন ছেড়ে দেবেন। ইতিমধ্যেই আরজিকর মেডিক্যাল কলেজে পিজিটি জুনিয়র চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।