অবশেষে কলকাতা-হাওড়ার পুরভোটের দিন ঘোষণা করল কমিশন
Tuesday, November 9 2021, 10:00 am
Key Highlightsরাজ্যের প্রস্তাবে সায় দিয়ে পুরনির্বাচনের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৯শে ডিসেম্বর কলকাতা এবং হাওড়ায় পুরভোটের দিন ঘোষণা হয়েছে। কলকাতা কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডে পুরভোট হলেও; হাওড়া কর্পোরেশনের ৬৬টি ওয়ার্ডের মধ্যে ৫০টিতে পুরভোট হবে সেইদিন। এবিষয়ে রাজ্যের বিরোধী দল বিজেপির দাবি, রাজ্যের সমস্ত পুরসভাগুলোর মেয়াদ ইতিমধ্যে ফুরিয়ে যাওয়ার দরুন একসঙ্গে সব পুরসভায় ভোট করাতে হবে। ফলে সিদ্ধান্তের বিরোধিতা করে আইনি পথে হাঁটতে পারে বিজেপি।