Chile Wildfire | ‘মহাবিপর্যয়’! প্রাণঘাতী দাবানলে চিলিতে মৃত ১৬, সরিয়ে নিয়ে যাওয়া হলো ৫০ হাজারকে!

Monday, January 19 2026, 3:51 am
Chile Wildfire | ‘মহাবিপর্যয়’! প্রাণঘাতী দাবানলে চিলিতে মৃত ১৬, সরিয়ে নিয়ে যাওয়া হলো ৫০ হাজারকে!
highlightKey Highlights

রাজধানী সান্তিয়াগো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণের নুবল এবং বিওবিও অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা করেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।


ভয়াবহ দাবানলে জ্বলছে চিলি। রাজধানী সান্তিয়াগো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণের নুবল এবং বিওবিও অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা করেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। এখনও পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৫০ হাজারের বেশি মানুষকে। চিলির সরকার জানিয়েছে, উপকূলীয় কনসেপসিওন শহরের সীমান্তের শুকনো বনাঞ্চলে সবচেয়ে বিপজ্জনকভাবে আগুন ছড়িয়েছে। প্রাণঘাতী দাবানলে প্রায় ২৫০টি বাড়ি ধ্বংস হয়েছে। চিলির বন সংস্থা জানিয়েছে, দমকলকর্মীরা রবিবার, দেশজুড়ে মোট ২৪টি স্থানে আগুন নেভান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File