আর জি কর কান্ড

Abhaya fund | আরজিকরের ধরনাতে খরচ ১৫ লক্ষ টাকা! খরচের লিস্ট দিলো অনিকেত-কিঞ্জল-দেবাশিসরা

Abhaya fund | আরজিকরের ধরনাতে খরচ ১৫ লক্ষ টাকা! খরচের লিস্ট দিলো অনিকেত-কিঞ্জল-দেবাশিসরা
Key Highlights

আর জি করের নির্যাতিতার বিচার চেয়ে ধরনা দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। অনশনও করেছিলেন। আর সেই আন্দোলন করতে গিয়েই নাকি খরচ হয়ে গিয়েছে ১৫ লক্ষ টাকার বেশি!

আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ইত্তাল হয়েছিল গোটা দেশ। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে পথে নামে জুনিয়র চিকিৎসকদের একটি দল। সেই সময় অভয়া তহবিলের জন্যে টাকা তুলেছিল অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদাররা। সেই টাকা কোথায় কোথায় খরচ হচ্ছে জানতে চেয়েছিলো শাসক দল। অবশেষে বুধবার অভয়া তহবিলের হিসেব প্রকাশ্যে এনেছেন জুনিয়র ডাক্তাররা। লিস্টে দেখা যাচ্ছে ধর্মতলার অনশনে খরচ হয়েছে ৮ লক্ষ ৭৯ হাজার ২৫৭ টাকা। আর জি করের ধরনা মঞ্চে খরচ হয়েছিল ৬ লক্ষ ২৬ হাজার টাকা।