Mahakumbh | ঠান্ডা উপেক্ষা করে অমৃত স্নান করেছেন ১.৫ কোটি পুণ্যার্থী! মহাকুম্ভে পুণ্যস্নান সারছেন বিদেশিরাও
Tuesday, January 14 2025, 8:32 am
Key Highlights
সকাল ১০ টার মধ্যেই অমৃত স্নান করেছেন ১.৫ কোটি পুণ্যার্থী! বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যাও বৃদ্ধি হচ্ছে।
শাস্ত্র মতে ধনু রাশি থেকে মকর রাশিতে সূর্যের প্রবেশ হয় মকর সংক্রান্তিতে। এই পূণ্য তিথিতে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। সেই সঙ্গে প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলায় সকাল থেকেই শুরু হয়েছে পুণ্যস্নান। সকাল ১০ টার মধ্যেই অমৃত স্নান করেছেন ১.৫ কোটি পুণ্যার্থী! বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যাও বৃদ্ধি হচ্ছে। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমে স্নান সেরেছেন সাধু সন্ন্যাসী সহ পুণ্যার্থীরা। পূণ্যস্নান সারতে এসেছেন বহু বিদেশী পুণ্যার্থীও।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- উত্তরপ্রদেশ সরকার
- মহাকুম্ভ