IPL Auction 2025 | ১৩ বছরে ইতিহাস বৈভব সূর্যবংশীর! আইপিএলে কোটি টাকায় তাঁকে নিলো রাজস্থান
Monday, November 25 2024, 5:48 pm
Key Highlightsসদ্য টিন এজে প্রবেশ করা এই ওপেনারকে ১ কোটি ১০ লক্ষ টাকায় তুলে নিল রাজস্থান রয়্যালস।
আইপিএল ২০২৫ এর নিলামে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছরেই নিলামে উঠে এবং কোটি টাকায় বিক্রিও হলেন বৈভব। সদ্য টিন এজে প্রবেশ করা এই ওপেনারকে ১ কোটি ১০ লক্ষ টাকায় তুলে নিল রাজস্থান রয়্যালস। নিলামে রাজস্থানের সঙ্গে দিল্লি ক্যাপিট্যালসও টানাটানি শুরু করেছিল বৈভকে নিয়ে। বিহারের হয়ে ২০২৪ এর শুরুর দিকে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে বৈভবের। ওপেনার হিসেবে অনূর্ধ্ব ১৯ ভারতীয় টিমের হয়ে দুটি যুব টেস্টেও খেলা হয়ে গিয়েছে তার।

