Budget 2025 | মহাকাশ খাতে ১৩ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের, ভারত এবার টেক্কা দেবে রাশিয়া, আমেরিকাকে
Saturday, February 1 2025, 3:24 pm
Key Highlightsগতবারের চেয়ে এবারের বরাদ্দ অনেক বেশি।মহাকাশ রেসে রাশিয়া ও আমেরিকাকে টক্কর দিচ্ছে ভারত। শনিবার পেশ করা কেন্দ্রীয় বাজেট মহাকাশ গবেষণায় বরাদ্দ করা হল ১৩৪১৬.২০ কোটি টাকা।
মহাকাশ গবেষণায় রাশিয়া, চীনের মতো দেশকে টেক্কা দিচ্ছে ভারত। ইতিমধ্যেই সফল স্যাটেলাইট ডকিং করে বিশ্বে নাম ছড়িয়েছে ইসরোর। ২০২৬ সালেই মহাকাশে নভশ্চর পাঠাবে ইসরো। প্রস্তুতি নেওয়া হচ্ছে গগনযান প্রজেক্টেরও। এই পরিস্থিতিতে শনিবার পেশ করা কেন্দ্রীয় বাজেটে ভারতের মহাকাশ গবেষণায় বরাদ্দ করা হল ১৩৪১৬.২০ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার কোটি ব্যয় হবে বেসরকারি সংস্থার মহাকাশ গবেষণায় অংশগ্রহণের খাতে। গতবারের বাজেটের তুলনায় ৪০০ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করা হলো এবার।
- Related topics -
- বাজেট 2025
- বাজেট
- নির্মলা সীতারামণ
- নির্মলা সীতারামন
- মহাকাশযান
- মহাকাশচারী
- মহাকাশ
- ইসরো
- গবেষণা
- অর্থ বরাদ্দ
- দেশ
- ভারত

