দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা কী হবে? দু'দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে জানালো কেন্দ্র
Monday, May 31 2021, 9:12 am
Key Highlights
করোনা পরিস্থিতিতে অনিশ্চিত দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল জানালেন, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা কী হবে তা নিয়ে দু'দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র। সোমবার বিচারপতি এ এম খান উইলকরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, যদি কেন্দ্র বোর্ড পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে গতবারের নীতি থেকে সরে যায়, তাহলে অতি অবশ্যই তার ‘স্পষ্ট কারণ’ দর্শাতে হবে। সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আগামী দু'দিনের মধ্যে সরকার সিদ্ধান্ত নেবে। আমরা আশা করছি যে ৩ জুন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত সময় দেবে মহামান্য আদালত, যাতে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আদালতের সামনে আসতে পারি।’
- Related topics -
- শিক্ষা
- উচ্চমাধ্যমিক
- পরীক্ষা
- করোনা পরিস্থিতি
- সুপ্রিম কোর্ট