Siliguri | নোটিশ দেওয়া হয়েছিল আগেই, না মানায় শিলিগুড়িতে গুড়িয়ে দেওয়া হলো ১২০টি দোকান!

Tuesday, December 31 2024, 4:48 am
highlightKey Highlights

রাস্তা দখল করে দোকান তৈরি হয়েছিল। দীর্ঘ সময় ধরে চলছিল ব্যবসা। এবার সেসব দোকানই ভেঙে গুড়িয়ে দেওয়া হল।


শিলিগুড়িতে রাস্তার উপরেই জায়গা বেদখল করে শতাধিক দোকান দীর্ঘ দিন ধরে চলছিল। রাস্তায় যানজটের অভিযোগও সামনে আসছিল। ফলে ৫ মাস আগে শিলিগুড়ি পুরনিগমের তরফে সেসব দোকান তুলে ফেলার নোটিশ দেওয়া হয়েছিল। অন্য জায়গায় সর্তেও বলা হয়েছিলো। কিন্তু ব্যবসায়ীদের সেই বিষয়ে হেলদোল ছিল না। তাই শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে সোমবার ভোর ৫টা নাগাদ শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডের চম্পাসারি মোড়ে উচ্ছেদ অভিযান চলে। পে লোডার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ১২০টি দোকান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File