Indian Railway | ১২ হাজার নতুন জেনারেল কোচ! যাত্রী পরিষেবা ও রেলের উন্নয়নের স্বার্থে বড় উদ্যোগ
Thursday, November 28 2024, 6:29 am
Key Highlightsরেলের উন্নয়নের স্বার্থে ১২ হাজার নতুন জেনারেল কোচ তৈরি করা হচ্ছে।
ভারতীয় রেলের পরিষেবা উন্নত করতে নানান পদক্ষেপ নিয়ে থাকে রেলমন্ত্রক।এবার জানা গিয়েছে, রেলের উন্নয়নের স্বার্থে ১২ হাজার নতুন জেনারেল কোচ তৈরি করা হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এতে যাত্রীদের জন্য যে সামগ্রিক পরিবহণ কাঠামো রয়েছে তা আরও উন্নত হবে। পাশাপাশি রেখে চাকরির সুযোগের কোথাও উল্লেখ করেন তিনি। রেলমন্ত্রী জানান, গত দশ বছরে ভারতীয় রেল চাকরি দিয়েছে ৫ লক্ষ মানুষকে। যা ২০০৪ সাল থেকে ২০১৪ সালে তৈরি মোট কর্মসংস্থান ৪.৪ লক্ষের থেকেও বেশি।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক

