Pneumonia । পায়রার সংস্পর্শে এসে নিউমোনিয়া! ফুসফুসের একাংশ ফ্যাকাসে হয়ে গেল ১১ বছরের কিশোরের!
পায়রার সংস্পর্শে এসে নিউমোনিয়ায় আক্রান্ত বছর ১১ এর কিশোর! এই ঘটনা ঘটেছে দিল্লিতে।
পায়রার সংস্পর্শে এসে নিউমোনিয়ায় আক্রান্ত বছর ১১ এর কিশোর! এই ঘটনা ঘটেছে দিল্লিতে। চিকিৎসকদের মতে,পায়রার বিষ্ঠা থেকেই সম্ভবত হাইপার সেন্সিটিভ নিউমোনিয়া এবং ফুসফুসের রোগে আক্রান্ত হয়েছে পূর্ব দিল্লির ওই কিশোর। জানা গিয়েছে, গুরুতর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয় সে। এরপর পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসের সমস্যা ধরা পড়ে।রেডিওগ্রাফে দেখা যায় ফুসফুসের যে অংশটির রং অপেক্ষাকৃত গাঢ় থাকার কথা সেটার একাংশ ফ্য়াকাসে হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকরা পায়রার মল ও পালকের থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।
- Related topics -
- স্বাস্থ্য
- ভারত
- দিল্লি চলো
- নিউমোনিয়া
- রোগ