Election Commissioner | 'ভোট চুরি' বিতর্কের মাঝেই EC চিফের বিরুদ্ধে ইম্পিচমেন্ট নোটিস আনার পরিকল্পনা বিরোধীদের!

Monday, August 18 2025, 8:25 am
highlightKey Highlights

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইম্পিচমেন্ট নোটিস (অভিশংসন প্রস্তাব) আনার পরিকল্পনা করছে বিরোধী দল ইন্ডিয়া ব্লক।


গত ৭ই আগস্ট নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ আনেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, কমিশনের বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপির পক্ষে বেঙ্গালুরু সেন্ট্রালের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে ১,০০,২৫০টি ভোট চুরি করা হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র, কর্ণাটক এবং হরিয়ানাতেও ভোট চুরি হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। এবার শোনা যাচ্ছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইম্পিচমেন্ট নোটিস (অভিশংসন প্রস্তাব) আনার পরিকল্পনা করছে বিরোধী দল ইন্ডিয়া ব্লক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File