RG Kar । বিচারহীন ১০০ দিন ! তিলোত্তমার ন্যায়বিচারের দাবিতে চলছে আন্দোলন
Sunday, November 17 2024, 4:09 pm
Key Highlightsআরজিকরে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ১০০ দিন পার হলো। ন্যায়বিচারের দাবিতে জ্বলল মোমবাতি, প্রদীপ, কোথাও আবার উড়ল বেলুন। একাধিক কর্মসূচির মাধ্যমে জারি কাদম্বিনীর জন্য লড়াই।
আরজিকরে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ১০০ দিন পার হলো। প্রতিবাদে ন্যায়বিচার সহ একাধিক দাবিতে কলকাতার হাইল্যান্ড পার্ক থেকে গড়িয়া বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করলেন অভয়া মঞ্চের একাধিক প্রতিবাদীরা। এদিন ১০০ টি মোমবাতি জ্বালিয়ে এবং ১০০ সেকেন্ড নীরবতা পালন করে কাদম্বিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্টের সদস্য এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। কাদম্বিনীর আবক্ষ মূর্তির সামনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আরজিকরেও জারি রইলো প্রতিবাদ।
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- চিকিৎসক
- ডাক্তার
- মেডিকেল পড়ুয়া
- খুন
- সুপ্রিম কোর্ট
- শহর কলকাতা
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- কলকাতা পুলিশ
- রাজ্য
- রাজ্য পুলিশ

