RG Kar Case | আর জি কর কাণ্ডের ১ বছর! নবান্ন অভিযানের ডাক নির্যাতিতার বাবা-মার, পাশে শুভেন্দু

Saturday, July 5 2025, 5:28 pm
highlightKey Highlights

অভিশপ্ত দিনকে স্মরণে রেখে আগামী ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিলেন নির্যাতিতা চিকিৎসকের মা-বাবা।


গত বছরের অগাস্ট মাসে আর জি কর হাসপাতালে গণধর্ষণ করে খুন করা হয় এক মহিলা চিকিৎসককে। সেই আর জি কর কাণ্ডের একবছর পেরোতে চলেছে। শনিবার উল্টোরথের সন্ধ্যায় আর জি করের নির্যাতিতা তরুণীর বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে পাশে নিয়েই নবান্ন অভিযানের ডাক দেন নির্যাতিতা চিকিৎসকের বাবা। আগামী ৯ আগস্ট নবান্ন অভিযান এবং আগামী ১৪ আগস্ট রাত দখল কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে খবর। নির্যাতিতার বাবা বলেন, "কসবার ল-কলেজের নির্যাতিতা ছাত্রীর আমরা পাশে আছি। প্রয়োজনে আইনি অভিজ্ঞতা ভাগ করে নেব।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File