EPFO | জরুরি প্রয়োজনে এবার থেকে ইপিএফও অ্যাকাউন্ট থেকে তোলা যাবে ১ লক্ষ

Wednesday, September 18 2024, 7:20 am
EPFO | জরুরি প্রয়োজনে এবার থেকে ইপিএফও অ্যাকাউন্ট থেকে তোলা যাবে ১ লক্ষ
highlightKey Highlights

ইপিএফওতে এখন এক লক্ষ টাকা এককালীন তোলা সম্ভব, ডিজিটাল প্রক্রিয়া সহজ হয়েছে।


এবার থেকে কোনও জরুরি প্রয়োজনে ইপিএফও অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা তোলা যাবে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডবীয় ঘোষণা করে জানান, জরুরি প্রয়োজনে এক লপ্তে ১ লক্ষ টাকা তোলা যাবে। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের কার্যপ্রণালীতেও কিছু বদল আনা হয়েছে। ডিজিটাল ফ্রেমওয়ার্কেও এসেছে পরিবর্তন। আগে একটি নির্দিষ্ট সময় কাজ করার পর তবেই জরুরি প্রয়োজনে টাকা তোলা যেত। কিন্তু নতুন নিয়মে ৬ মাস কাজ না করলেও এই টাকা তোলা যাবে বলে জানানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File