Gaza | ১ কেজি আটা ১,৪৭৪ টাকা! যুদ্ধপরিস্থিতে অগ্নিমূল্যে বিকোচ্ছে পণ্য, গাজায় সৃষ্টি অনাহার পরিস্থিতি!

Saturday, June 7 2025, 2:27 pm
Gaza | ১ কেজি আটা ১,৪৭৪ টাকা! যুদ্ধপরিস্থিতে অগ্নিমূল্যে বিকোচ্ছে পণ্য, গাজায় সৃষ্টি অনাহার পরিস্থিতি!
highlightKey Highlights

শুধু পার্লে জি বিস্কুট নয়, রান্নার তেল, গুঁড়ো দুধ, চিনি, আটা কোনওকিছুতেই হাত দেওয়া যাচ্ছে না। প্যালেস্তেনীয়দের দাবি, এর পিছনে ইজ়রায়েলের হাত রয়েছে।


গাজায় যুদ্ধের বাজার অগ্নিমূল্য। ১ লিটার রান্নার তেল বিক্রি হচ্ছে ১৭০ শেকেল অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪,১৭৭ টাকায়। ১ কেজি গুঁড়ো দুধের দাম ৩৫ শেকেল, মানে ৮৬০ টাকা। ১ কেজি আটা ৬০ শেকেল অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১,৪৭৪ টাকা। ১ কেজি নুন ২০ শেকেল মানে প্রায় ৪৯১ টাকা। ১ কেজি আলু বিকোচ্ছে ৮০ শেকেলে, মানে প্রায় ১,৯৬৬ টাকায়। ১ কেজি ডালের দাম ৩৫ শেকেল, মানে প্রায় ৮৬০ টাকা। ১ কাপ কফি বিক্রি হচ্ছে ১৮০ শেকেল অর্থাৎ ৪,৪২৩ টাকায়। ১ বাক্স খাসির মাংসের দাম দাঁড়িয়েছে ২০০ শেকেল, মানে প্রায় ৪,৯১৪ টাকায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File