Viswanathan Anand | ২৪ বছর পর ফের মুখোমুখি দুই চেস লেজেন্ডস বিশ্বনাথন আনন্দ-গ্যারি কাসপারভ!

Wednesday, August 20 2025, 12:58 pm
highlightKey Highlights

অক্টোবর মাসে আমেরিকার সেন্ট লুইসে আয়োজিত হবে ক্লাচ চেস লেজেন্ডস এক্সিবিশন। এই প্রতিযোগিতায় অংশ নেবেন বিশ্বের বর্তমান ও প্রাক্তন তারকা দাবাড়ুরা।


বিশ্ব দাবা মঞ্চ এখন দাপিয়ে বেড়াচ্ছে ভারতের তরুণ দাবাড়ু গুকেশ ডি, প্রজ্ঞানন্দ, দিব্যা দেশমুখরা। একসময়ে তাদের মতো দাপট ছিল প্রাক্তনী দাবাড়ু বিশ্বনাথন আনন্দেরও। এবার সেই লেজেন্ডকে ফের দেখা যাবে দাবা টুর্নামেন্টে। অক্টোবর মাসে আমেরিকার সেন্ট লুইসে আয়োজিত হবে ক্লাচ চেস লেজেন্ডস এক্সিবিশন। এই প্রতিযোগিতায় অংশ নেবেন বিশ্বের বর্তমান ও প্রাক্তন তারকা দাবাড়ুরা। আর সেখানেই ২০০১ সালের পর মুখোমুখি হবেন বিশ্বনাথন আনন্দে ও রাশিয়ার গ্যারি কাসপারভ। এই টুর্নামেন্টে মুখোমুখি হবেন গুকেশ এবং ম্যাগনাস কার্লসেনও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File