Zubeen garg Death Case | জুবিনের শেষকৃত্য শেষ হতেই গ্রেফতার গায়কের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী
Thursday, September 25 2025, 3:11 pm
Key Highlightsমঙ্গলে গায়কের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর এবার চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী।
গত শুক্রবার সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে গায়ক জুবিন গর্গের। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে ইতিমধ্যেই গায়কের (Zubeen Garg) মৃত্যু কাণ্ডের তদন্ত শুরু করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম৷ মঙ্গলবার গায়কের শেষকৃত্যের পরই জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করে হয়েছে। তাঁর আমন্ত্রনেই জলে নেমেছিল জুবিন। সূত্রের খবর, ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকেও গ্রেপ্তার করা হতে পারে।
- Related topics -
- বিনোদন
- গায়ক
- জুবিন গর্গ
- গ্রেফতার
- অস্বাভাবিক মৃত্যু

